আগৈলঝাড়া উপজেলায় টিকার বরাদ্দ শেষ। তাই আপাতত টিকাদান কার্যক্রম বন্ধ রেখেছে হাসপাতাল কর্তৃপক্ষ। নতুন করে করোনাভাইরাসের টিকা বরাদ্দ চেয়ে চিঠি দেওয়া হয়েছে। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা বখতিয়ার আল মামুন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
জানা গেছে, গত মঙ্গলবার উপজেলার ৫টি ইউনিয়নে গণটিকার কার্যক্রম চলে। সেখানে প্রতি ইউনিয়নে ১ হাজার ৫০০ জন করে ৫টি ইউনিয়নে মোট ৭ হাজার ৫০০ জন ব্যক্তিকে গণটিকা দেওয়ার কথা ছিল। কিন্তু প্রতিটি ইউনিয়নেই টিকার অতিরিক্ত চাহিদা ছিল।
গতকাল বুধবার সকালে হাসপাতালে টিকা নিতে এসে, ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন টিকা প্রত্যাশী গৈলা গ্রামের মঙ্গল চন্দ্র দাস। টিকা নিতে যারা এসেছিলেন তারা সবাই টিকা পাওয়ার মেসেজও পেয়েছিলেন কিন্তু এসে টিকা না পেয়ে ক্ষুব্ধ হয়ে ফিরে গেছেন।
বাগধা গ্রামের মালতী রানী অভিযোগ করে জানান, ‘টিকা নেই তাহলে আমাকে মেসেজ দিয়ে এনে ভোগান্তি করানোর মানে কী?’
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা বখতিয়ার আল মামুন বলেন, ‘নতুন করে টিকা না আসা পর্যন্ত টিকাদান কার্যক্রম বন্ধ রাখা ছাড়া উপায় নেই। আশা করছি ২–৩ দিনের মধ্যে টিকা আসবে।