Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

সুষ্ঠু নির্বাচনের দাবিতে কাফন মাথায় মানববন্ধন

ফেনী প্রতিনিধি

সুষ্ঠু নির্বাচনের দাবিতে কাফন মাথায় মানববন্ধন

ফেনীর সোনাগাজীতে বগাদানায় চতুর্থ ধাপে অনুষ্ঠেয় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ভোটগ্রহণ সহিংসতামুক্ত, সুষ্ঠু ও নিরপেক্ষ করার দাবিতে কাফনের কাপড় মাথায় নিয়ে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে এলাকাবাসী।

গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার বগাদানা ইউনিয়নের তাকিয়া বাজারে ‘আমরা ইউনিয়নবাসী’র ব্যানারে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। পরে তারা বিক্ষোভ মিছিল নিয়ে বিভিন্ন সড়ক ঘোরে। ঘণ্টাব্যাপী চলা মানববন্ধনে এলাকার সর্বস্তরের মানুষ অংশ নেয়।

এ সময় স্থানীয় ভোটার সাইফুল ইসলাম বলেন, ‘আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। কিন্তু নির্বাচনের আগেই ভোটের দিন ঘর থেকে বের না হতে এক পক্ষ হুমকি-ধমকি দিচ্ছে।’

আলমগীর হোসেন বলেন, আগে থেকেই জেলার বড় পদস্থ সরকার দলীয় নেতা-কর্মীরা তাদের এলাকায় যাতায়াত করছেন। নির্বাচনের দিনও তারা মাঠে থাকবে শুনছেন। তাই এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি তোলেন তিনি।

ভোটার এনামুল ইসলাম বলেন, যোগ্য প্রার্থী বেছে নিতে যেন ভোট দেওয়ার সুযোগ দেওয়া হয়, সে জন্য প্রশাসনসহ নির্বাচন কমিশনের কাছে আহ্বান জানান।

এ ছাড়া ভোটের দিন বহিরাগতদের দমনে প্রতিটি কেন্দ্রে অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েনের মাধ্যমে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটগ্রহণের দাবি জানান বক্তারা।

কর্মসূচি চলার একপর্যায়ে একই ইউপির স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মোটরসাইকেল প্রতীকের সাইফুল ইসলাম শিপন একাত্মতা প্রকাশ করেন। এ সময় তিনি জানান, তিনি সহিংসতা ও ভোট ডাকাতির আশঙ্কা করছেন। তাই নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে দাবি জানান তিনি।

নৌকা প্রতীকের প্রার্থী আলাউদ্দিন বাবুল বলেন, সরকারের উন্নয়নে খুশি হয়ে এলাকার মানুষ তাঁকে সমর্থন করছেন। এতে ঈর্ষান্বিত হয়ে কেউ কেউ তাঁর বিরুদ্ধে অপপ্রচার করছে। এ সবকিছুর জবাব ভোটের দিন ভোটাররাই দেবে।

এদিকে শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন করতে সব ধরনের প্রস্তুতি রয়েছে জানিয়ে জেলা প্রশাসক (ডিসি) আবু সেলিম মাহমুদ উল হাসান বলেন, যেকোনো পরিস্থিতি নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালতের একাধিক দল মাঠে কাজ করছে। বিধি অমান্যকারীদের প্রয়োজনে সাজাও দেওয়া হচ্ছে।

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ