সিরাজগঞ্জের উল্লাপাড়ায় চেতনানাশক খাইয়ে রজব আলী (৩২) নামের এক যুবকের টাকা ছিনতাই করার অভিযোগ উঠেছে। ওই যুবক চিকিৎসাধীন অবস্থায় গত মঙ্গলবার বিকেলে সিরাজগঞ্জের ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা মুজিব জেনারেল হাসপাতালে মারা গেছেন। উপজেলার সদর ইউনিয়নের দড়িপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় রজব আলীর ভাই রমজান আলী বাদী হয়ে উল্লাপাড়া মডেল থানায় একজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও তিনজনের বিরুদ্ধে মামলা করেছেন। মামলায় আজিজ (৩৮) নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রজব আলী উপজেলার দরিপাড়া গ্রামের বাসিন্দা। তিনি পেশায় বাদাম বিক্রেতা ছিলেন।
রজব আলীর ছোট ভাই সাদ্দাম বলেন, সোমবার বেলা ১১টার দিকে আজিজ নামের এক ব্যক্তি রজব আলীকে বাসা থেকে ডেকে নিয়ে যান। রাত ১১টার দিকে অসুস্থ অবস্থায় রজব বাড়ি ফিরে আসেন। একপর্যায় সে অচেতন হয়ে যান। অসুস্থ অবস্থায় রজব তাঁদের বলেছেন চেতনানাশক খাইয়ে তাঁর কাছে থাকা প্রায় ৩০ হাজার টাকা ছিনিয়ে নিয়েছেন আজিজ। তাঁকে উল্লাপাড়া ৩০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে তাঁকে সিরাজগঞ্জের ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা মুজিব জেনারেল হাসপাতালে নেওয়া হয়।
উল্লাপাড়া মডেল থানার উপপরিদর্শক (এসআই) জালাল উদ্দিন বলেন, রজব আলী নিহতের ঘটনায় থানায় মামলা হয়েছে। মঙ্গলবার রাতে আজিজ নামের একজনকে গ্রেপ্তার করা হয়।