Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

টিকাকেন্দ্রে ভিড়, করোনা সংক্রমণের ঝুঁকি

আগৈলঝাড়া প্রতিনিধি

টিকাকেন্দ্রে   ভিড়, করোনা সংক্রমণের ঝুঁকি

বরিশালের আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনার টিকা নিতে আসা মানুষ কোনো প্রকার স্বাস্থ্যবিধি মানছে না বলে অভিযোগ উঠেছে। সকাল থেকে দুপুর পর্যন্ত কয়েক হাজার মানুষ আসছেন প্রথম ও দ্বিতীয় ডোজের টিকা নিতে।

গতকাল সোমবার সকালে সরেজমিনে দেখা যায়, হাসপাতালটিতে টিকা নিতে আসা লোকজন কোনো প্রকার সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মানছেন না। আর এর জন্য সচেতনতামূলক কোনো প্রচারও নেই। সবাই আগেভাগে টিকা নেওয়ার জন্য হুড়োহুড়ি করছেন।

দ্বিতীয় ডোজের টিকা নিতে আসা আস্কর গ্রামের তাপস পাণ্ডে, দোলা পাণ্ডে জানান, এখানে করোনাভাইরাসের টিকা নেওয়ার সঙ্গে সঙ্গে করোনাভাইরাস বহন করে বাড়ি নিয়ে যাচ্ছেন বলে মনে হচ্ছে।

বারপাইকা গ্রামের জিনিয়া আক্তার, আস্কর গ্রামের দিপু হালদার, পূর্ব সুজনকাঠি গ্রামের বেল্লাল সরদার ও মোমেনা খাতুন জানান, হাজার হাজার মানুষ টিকা নিতে এসেছে কিন্তু কোনো প্রকার স্বাস্থ্যবিধি মানছে না। সামাজিক দূরত্ব না মেনে শরীর ঘেঁষাঘেঁষি করে সিরিয়ালে দাঁড়িয়েও বসে আছে লোকজন। অনেকের মুখেই ছিল না মাস্ক।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা বখতিয়ার আল মামুন বলেন, ‘করোনার টিকা নিতে আসা লোকজনের মধ্যে কে করোনাভাইরাস বহন করছেন বলা মুশকিল। এ হাসপাতালেও করোনা ইউনিট রয়েছে। টিকা নিতে আসা সকলকেই সামাজিক দূরত্ব বজায় ও মাস্ক ব্যবহার করতে বলা সত্ত্বে অনেকেই কথা মানছেন না। যাদের মাস্ক নেই তাদের কোনো রকম টিকা না দেওয়ার জন্যও নির্দেশ দেওয়া হয়েছে।

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ