যশোরের চৌগাছার স্বরূপদাহ মাধ্যমিক বিদ্যালয়ের ২০২১ সালের এসএসসি পাস করা শিক্ষার্থীদের কাছ থেকে প্রশংসাপত্রের জন্য ৫০০ টাকা করে আদায়ের অভিযোগ উঠেছে।
গতকাল রোববার এ বিষয়ে বিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং উপজেলা শিক্ষা কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছে।
বিদ্যালয়টি থেকে ২০২১ এসএসসি পাস করা ১৫ ছাত্র-ছাত্রী লিখিত অভিযোগে বলেছে, ‘আমরা উপজেলার স্বরূপদাহ মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পাস করেছি। এইচএসসি ভর্তি হওয়ার জন্য বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে প্রশংসাপত্র চাইতে গেলে তিনি আমাদের কাছে ৫০০ টাকা করে দাবি করেন।’
শিক্ষার্থীরা লিখিত অভিযোগে আরও বলেছে, ‘আমরা এই টাকা দিতে রাজি না হওয়ায় তিনি আমাদের বিদ্যালয় থেকে তাড়িয়ে দেন এবং আমাদের বলে দেন, ৫০০ টাকা করে না দিলে প্রশংসাপত্র দেবেন না।’
স্বরূপদাহ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধানশিক্ষক ফজলুর রহমান আসাদ বলেন, ‘অভিযোগের সত্যতা নেই।’
৫০০ টাকা করে নিচ্ছেন কিনা প্রশ্নে তিনি বলেন, ‘না, কোনো টাকা নেওয়া হচ্ছে না। কিছু শিক্ষার্থী মিথ্যা অভিযোগ দিয়েছে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা ইরুফা সুলতানা বলেন, ‘আমি একটি প্রশিক্ষণে আছি। মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে।’
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম মো. রফিকুজ্জামান বলেন, ‘অভিযোগ পেয়েই প্রধান শিক্ষকের সঙ্গে কথা বলেছি। তাঁকে বলেছি, কোনোা টাকা নেওয়া যাবে না।’