Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

ভরা বর্ষাতেও নেই বৃষ্টি আমন রোপণে দুশ্চিন্তা

মান্দা (নওগাঁ) প্রতিনিধি

ভরা বর্ষাতেও নেই বৃষ্টি আমন রোপণে দুশ্চিন্তা

আষাঢ় মাসের অর্ধেকটা পেরিয়ে গেছে। ভরা বর্ষাতেও নওগাঁর মান্দায় কাঙ্ক্ষিত বৃষ্টিপাত হচ্ছে না। ফলে পানিশূন্য রয়েছে খাল-বিল। তীব্র তাপে পুড়ে বিবর্ণ হয়ে গেছে মাঠের সবুজ ঘাস। বৃষ্টিপাত না হওয়ায় আমন ধান রোপণ নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষকেরা।

উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, তীব্র রোদে ধান চাষের মাঠগুলো খাঁ-খাঁ করছে। পানি না থাকায় হালচাষ ও ধান রোপণে কৃষকের ব্যস্ততা নেই। মাঠে মাঠে চরছে গরু-ছাগলের পাল। অন্যদিকে বৃষ্টির অভাবে সদ্য রোপণ করা আউশ ধানের খেত নিয়েও বিপাকে পড়েছেন কৃষকেরা।

কৃষি সংশ্লিষ্টরা বলছেন, চলতি বছরের জুন মাসে এ উপজেলায় ১১৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। গত বছর এ সময় বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছিল ৩৮০ মিলিমিটার। জুলাই মাসের গত ছয় দিনে কোনো বৃষ্টিপাত হয়নি। আগামী দুই-তিন বৃষ্টিপাত হবে এমন সম্ভাবনা খুব কম। এ অবস্থা বিরাজ করলে সেচের মাধ্যমে আমন ধানের চারা রোপণ করতে হবে কৃষকদের। আউশ ধান উৎপাদনেও ব্যয় বাড়বে তাঁদের।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে উপজেলার ১৪ ইউনিয়নে ১১ হাজার ২০০ হেক্টর জমিতে আউশ ধানের চাষ হয়েছে। আমন ধান রোপণের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১৪ হাজার ৭০০ হেক্টর।

উপজেলার এনায়েতপুর গ্রামের কৃষক অমল চন্দ্র সরকার বলেন, আষাঢ় মাস শেষ হতে চললেও বৃষ্টির দেখা মিলছে না। অন্য বছরগুলোতে এ সময় জমিতে পানি জমে থাকত। জমিতে হালচাষ দিয়ে কয়েক দিন রেখে আবার চাষ দিয়ে চারা রোপণ করতেন তাঁরা। কিন্তু এ বছর এই সময়ে বৃষ্টি না হওয়ায় ধানের জমিগুলো পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। সময়মতো আমন ধান রোপণ নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি।

নাড়াডাঙ্গা গ্রামের কৃষক হাফেজ উদ্দিন বলেন, বর্তমান সময়ে আবহাওয়া বৈরী আচরণ করছে। কখনো বৃষ্টির কারণে ফসল ঘরে তোলা যাচ্ছে না। আবার বৃষ্টিপাত না হওয়ায় রোপণ কাজ বাধাগ্রস্ত হচ্ছে। এ ছাড়াও রয়েছে বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ। এসব প্রতিকূল আবহাওয়া ও দুর্যোগ মোকাবিলা করে ফসল উৎপাদন করা কষ্ট হয়ে পড়ছে তাঁদের।

নুরুল্লাবাদ গ্রামের কৃষক আসলাম হোসেন বলেন, প্রাকৃতিক দুর্যোগের কারণে বোরো ধানে ব্যাপক ফলন বিপর্যয় হয়েছে। একই সঙ্গে ধান কাটা-মাড়াই করতে বিগত বছরের চেয়ে খরচ হয়েছে দ্বিগুণ। এ ক্ষতি পুষিয়ে নিতে এরই মধ্যে অনেক কৃষক আউশ ধান রোপণ করেছেন। অনেকে আমন ধান রোপণের প্রস্তুতি নিচ্ছেন। কিন্তু বৃষ্টির অভাবে তাঁরা হতাশ হয়ে পড়েছেন।

উপজেলা কৃষি কর্মকর্তা শায়লা শারমিন বলেন, বিগত বছরের তুলনায় এবারে আষাঢ় মাসে বৃষ্টিপাত অনেকটা কম। পর্যাপ্ত বৃষ্টিপাত হলে আউশ ধানে বাদামি গাছ ফড়িংসহ অন্য ক্ষতিকর পোকার আক্রমণ কমে যাবে। জমিতে সেচের প্রয়োজন না হলে কৃষকের ফসল উৎপাদনেও খরচ কম হবে। বৃষ্টিপাত কম হওয়ায় সেচ ও কীটনাশক ব্যবহারে ব্যয় বাড়বে কৃষকের।

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ