Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

উপকারী আইস ফেসিয়াল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

উপকারী আইস ফেসিয়াল

প্রকৃতি এখন বেশ খামখেয়ালি। এই বৃষ্টি তো এই প্রচণ্ড গরম। প্রকৃতির খামখেয়ালিপনায় ত্বকের অবস্থাও নাজেহাল। এই ঘাম ছুটছে দরদর করে তো পরক্ষণেই কড়া রোদে পুড়ছে আচ্ছা মতো। আবার প্রচণ্ড গরমে, ক্লান্তিতে চোখ-মুখ ফুলে হয়তো একাকার। এ অবস্থায় আপনাকে দুদণ্ড শান্তি দিতে পারে আইস ফেসিয়াল। ত্বকের পোড়া দাগ, চোখের নিচের কালি বা ফোলাভাব দূর করতে এর জুড়ি মেলা ভার।

অনেকক্ষণ রোদে থাকার পর ঘরে ফিরলে ত্বকে একরকম জ্বালাপোড়া ভাব অনুভব হয়। তীব্র গরমে ছাতা, সানগ্লাস ও কাপড়ে মুখ ঢেকে থাকলেও অনেকেরই এই ত্বক জ্বলা ভাব হয়ে থাকে। আর যদি হয় সংবেদনশীল ত্বক, তাহলে ত্বক লাল হয়ে যাওয়া, অ্যালার্জি বা লাল লাল র‍্যাশের সমস্যাও দেখা দেয়। বিউটি এক্সপার্টদের মতে, এসব সমস্যার সমাধান রয়েছে আইস ফেসিয়ালে।

যা করতে হবে
বাইরে থেকে বাড়িতে ফিরে প্রথমে পরিষ্কার পানিতে মুখ ধুয়ে নিতে হবে। এবার ত্বকের যেসব অংশে জ্বলা ভাব কিংবা র‍্যাশ দেখা দিয়েছে, সেসব অংশে আইস কিউব, অর্থাৎ বরফের টুকরো নরম কাপড়ে নিয়ে আলতো হাতে ঘষে নিতে হবে। বিশেষ করে চোখের চারপাশে বরফের টুকরো আলতো করে ম্যাসাজ করলে ত্বক জ্বলা এবং চোখের ফোলা ভাব, চোখের চারপাশের কালচে ভাব কমে যায়। এটি তৈলাক্ত মুখের তেলতেলে ভাবও কমিয়ে থাকে এবং খোলা লোমকূপ বন্ধে সহায়তা করে থাকে। ব্যবহার করা এই আইস কিউব বা বরফের টুকরোয় যদি ব্যবহার করা হয় মধু, শসা, লেবুর রস, বিটের রস, গ্লিসারিন, গ্রিন-টি, টমেটোর রস, তাজা গোলাপ ফুলের পাপড়ির রসের মতো উপাদান, তাহলে তো কথাই নেই। সব ধরনের ত্বকের যত্নে আইস কিউব ব্যবহার করা গেলেও মিশ্র ত্বকে এটি বেশি কার্যকর। আইস কিউব ত্বকে রক্ত সঞ্চালন বাড়িয়ে আনে গোলাপি আভা। উজ্জ্বলতা বাড়িয়ে ত্বক করে লাবণ্যময়।

পদ্ধতি
প্রথমে আপনার ত্বক যে উপাদানটিতে সহনশীল বা মানিয়ে যায় কোনো রকম সমস্যা ছাড়াই, সেই উপাদানটি বেছে নিন। তারপর বরফ জমানোর ট্রে ও পানি নিন। এবার মধু, শসা, গোলাপ ফুল বা অন্যান্য উপাদানের রস বের করে নিন। রসের অনুপাতে ১ কাপ বেশি পানিতে মিশিয়ে নিয়ে ট্রেতে ঢেলে ফ্রিজে রেখে দিন। জমে বরফ হয়ে গেলে নিয়মিত ব্যবহার করুন ভোরে ঘুম থেকে উঠে এবং রোদে পুড়ে বাইরে থেকে ফিরে। আপনি নিজেই দেখতে পাবেন ত্বকের পরিবর্তন।

সূত্র: ভোগ ম্যাগাজিন

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ