ঈশ্বরগঞ্জে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মোস্তফা আহমেদ বাবলার (৭৩) দাফন সম্পন্ন হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ৩টায় জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এ সময় পুলিশের একটি দল তাঁকে গার্ড অব অনার দেন। পরে সদর ইউনিয়নের খৈরাটি গ্রামে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
বীর মুক্তিযোদ্ধার জানাজায় উপস্থিত ছিলেন ইউএনও হাফিজা জেসমিন, ঈশ্বরগঞ্জ পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস ছাত্তার, ওসি মো. আব্দুল কাদের মিয়া প্রমুখ।
প্রয়াত বীর মুক্তিযোদ্ধা মোস্তফা আহমেদ বাবলার ছোট ভাই ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক বজলুর রহমান জানান, বৃহস্পতিবার ভোরে নিজ বাড়িতে মারা যান তিনি।