চট্টগ্রামে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাইফেরত এক যাত্রীর কাছ থেকে প্রায় চার কেজি ওজনের সোনা জব্দ করেছে কাস্টমস কর্তৃপক্ষ। এর আনুমানিক মূল্য ২ কোটি ৪০ লাখ টাকা বলে জানা গেছে। এ ঘটনায় মো. সোহেল নামের ওই যাত্রীকে আটক করা হয়েছে।
গতকাল মঙ্গলবার সকালে দুবাই থেকে বিজি ১৪৮ ফ্লাইটে করে চট্টগ্রাম আসেন সোহেল। এ সময় তাঁর ব্যাগ তল্লাশি করে এসব সোনা জব্দ করা হয় বলে জানায় বিমানবন্দর কাস্টমস কর্তৃপক্ষ। মো. সোহেলের বাড়ি চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায়।
বিমানবন্দর কাস্টমসের উপকমিশনার সুমন চাকমা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তথ্য পেয়ে এনএসআই, বিমানবন্দরের কাস্টম ও কাস্টমের গোয়েন্দারা যৌথ অভিযান চালিয়ে ওই সোনা জব্দ করেন। এর মধ্যে রয়েছে ২৪ ক্যারেটের ২৬টি স্বর্ণের বার, ছয়টি গলানো সোনার পাত, তিনটি সোনার পিণ্ড, পাঁচটি হাতের বালা, একটি নেকলেসসহ কিছু গয়না।
পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন গতকাল বেলা তিনটার দিকে বলেন, ‘অভিযুক্ত সোহেলকে এখনো আমাদের কাছে হস্তান্তর করা হয়নি।’