Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

ব্রি-৭৫ নিয়ে কৃষকের স্বপ্ন

পাটকেলঘাটা (সাতক্ষীরা) প্রতিনিধি

ব্রি-৭৫ নিয়ে কৃষকের স্বপ্ন

আবহাওয়ার অনুকূল থাকায় পাটকেলঘাটায় উঁচু জমিতে আমন চাষে বাম্পার ফলনের স্বপ্ন দেখছেন কৃষক। অপেক্ষাকৃত উঁচু জমিতে কৃষক পাট কেটে ধান চাষ করেছেন। এ বছর চাষ করা হয়েছে ব্রি-৭৫ জাতের ধান।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে, চলতি মৌসুমে উপজেলায় ৮ হাজার ৭শ হেক্টর জমিতে আমন চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ভারী বর্ষণে নিচু এলাকার জমির ধান ডুবে গেলেও উঁচু জমিতে ধানের ফলন বেল ভালো হবে বলে ধারণা করছে কৃষক।

উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, প্রায় সব কৃষকই পাট কেটে জমিতে ধান রোপণ করেছে।

গতকাল বৃহস্পতিবার পাটকেলঘাটার জুজখোলা গ্রামের কৃষক হাবিবুর রহমান, আসাদুল গাজি জানায়, গত বছর ভালো ফলন হওয়ায় এ বছর তিনি ব্রি-৭৫ ও ব্রি ধান-৪৯ রোপণ করছেন। তিনি জানান, নিজের সামান্য জমি থাকলেও অন্যের জমিতে বর্গা চাষ করেন তিনি।

কৃষক শফিদুল ইসলাম জানান আমাদের এলাকা জমি গুলো নিচু একটু বৃষ্টি হলে জলাবদ্ধতা সৃষ্টি হয় সহজে পানি নামতে পারে না তাই আমরা কৃষি বিভাগের পরামর্শে বিআর-১০ ও ৫২ এই ধান গুলো চাষ করি। তা ছাড়া পাটকাটা উঁচু জমিতে ব্রি-২৮ ৩৩,৭৫ জাতের চাষ করি। বিঘা প্রতি উৎপাদন খরচ হবে ৬ থেকে ৭ হাজার টাকা। সেচ না লাগায় খরচ একটু কম।

আমতলাডঙ্গা গ্রামের কৃষক শহিদুল গাজী বলেন, এক বিঘা জমির রোপণের জন্য চাষ দিতে হচ্ছে ২ থেকে ৩টি করে। এ জন্য বিঘা প্রতি এবার সবকিছু মিলে উৎপাদন খরচ হতে পারে ৭ থেকে ৮ হাজার টাকা।

স্থানীয় উপ-সহকারী কৃষি কর্মকর্তা কল্যাণ পাল জানান, আমরা কৃষকদের সুষম মাত্রা সার ব্যবহার, জৈব ও অজৈব, গুটি ইউরিয়া সার প্রয়োগ, পার্সিং আলোক ফাঁদ স্থাপনের মাধ্যমে ক্ষতিকর পোকা-মাকড় উপস্থিতি নির্ণয় বিষয়ক পরামর্শ দিচ্ছি।

তালা উপজেলা কৃষি কর্মকর্তা হাজিরা বেগম জানান, এ বছরে আবহাওয়া রোপণ আমনের জন্য বেশ উপযোগী। বৃষ্টির কারণে নিচু এলাকায় কৃষকের আমনের ক্ষতি হলেও উঁচু জমিতে ধানের ফলন বেশ ভালো হবে।

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ