রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি
লক্ষ্মীপুরের রামগঞ্জে আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের মাঝে চেক হস্তান্তর করেছেন রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপ্তি চাকমা।
গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য সাবেক কাউন্সিলর মো. শাহাজাহানের হাতে ২০ হাজার টাকার চেক তুলে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আনোয়ার হোসেন।
গত বৃহস্পতিবার রাতে বিদ্যুতের আগুনে সাবেক কাউন্সিল মো. শাহাজাহানের বসতঘর পুড়ে যায়।