খুলনার ডুমুরিয়ায় পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতির ঘটনা ঘটেছে। উপজেলার রোস্তমপুর গ্রামের রেজোয়ান হোসেন সরদারের পুত্র মো. মিন্টু সরদারের বাড়িতে সোমবার রাতে এ ঘটনা ঘটে। এ সময় নগদ টাকা ও স্বর্ণালংকারসহ প্রায় তিন লাখ টাকার মালামাল লুটপাট করে নিয়ে গেছে ডাকাতদল। ভুক্তভোগী পরিবার সূত্রে এমনটাই জানা গেছে।
ভুক্তভোগী মো. মিন্টু সরদার বলেন, প্রতিদিনের মতো রাতে খাওয়া দাওয়া শেষে ঘুমাতে যাই। রাত আনুমানিক আড়াইটার দিকে সাত থেকে আটজন লোক দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে বাড়ির ভেতরে প্রবেশ করে। এ সময় তাঁরা কলাপসিবল গেটের তালা ভেঙে ভেতরে প্রবেশ করার সময় শব্দ শুনে বাইরে আসি। বাইরে আসামাত্রই আমার দিকে অস্ত্র তাক করে তারা। এরপর পরিবারের সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে আলমারিতে রাখা নগদ ৫০ থেকে ৫৫ হাজার টাকা, প্রায় তিন ভরি স্বর্ণালংকার ও কিছু মালামাল লুট করে। পরে সবাইকে ঘরের ভেতর আটকে রেখে বাইরে থেকে তালাবদ্ধ করে চলে যায় ডাকাতদল।
এ বিষয়ে জানতে চাইলে ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবাইদুর রহমান বলেন, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং বাড়ির মালিককে থানায় এসে অভিযোগ করার পরামর্শ দিয়েছেন। লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয় ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট প্রতাপ রায় বলেন, ডুমুরিয়ায় অনেক দিন পর এভাবে পরিবারের সদস্যদের জিম্মি করে ডাকাতির ঘটনা ঘটেছে।