Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

রাত জেগে গ্রাম পাহারা

সখীপুর প্রতিনিধি

রাত জেগে গ্রাম পাহারা

সখীপুরে চুরি-ডাকাতি ও মাদক প্রতিরোধে রাত জেগে গ্রাম পাহারা দিচ্ছেন একদল স্বেচ্ছাসেবক। শীত উপেক্ষা করে আনন্দ নিয়ে নির্বিঘ্নে এ দায়িত্ব পালন করছেন উপজেলার প্রতিমা বংকী গ্রামের ১০৫ জন স্বেচ্ছাসেবক। এতে কমেছে মাদকসেবীদের আনাগোনা ও চুরির প্রবণতা।

জানা গেছে, গত ২৫ অক্টোবর রাতে প্রতিমা বংকী বাজারে এক আলোচনার মধ্য দিয়ে গ্রাম পাহারার জন্য ১০৫ সদস্যের স্বেচ্ছাসেবক দল গঠন করা হয়। পরে ওই ১০৫ জনকে সাতটি উপদলে বিভক্ত করে দেওয়া হয়। প্রতি রাতে ১৫ সদস্যের একটি উপদল সারা রাত গ্রাম পাহারার দায়িত্ব পালন করে। এভাবে একটি উপদলের ওপর সপ্তাহে একটি রাত পাহারা দেওয়ার দায়িত্ব পড়ে। প্রতিটি উপদল গঠন করা হয়েছে বিভিন্ন শ্রেণি-পেশার কিশোর, যুবক ও বৃদ্ধদের সমন্বয়ে।

এই স্বেচ্ছাসেবক দলের সদস্য আলতাফ হোসেন ও আবুল কালাম বলেন, ‘প্রতি সপ্তাহে এক রাত পাহারায় থাকি, বাকি ছয় রাত নিশ্চিন্তে ঘুমাতে পারি।’

গ্রাম পাহারা মূল কমিটির সাধারণ সম্পাদক শাহজাহান মিঞা বলেন, স্বেচ্ছাসেবক দলকে পরামর্শ দিতে স্থানীয় ইউপি চেয়ারম্যানকে প্রধান করে ৫১ সদস্যের পরিচালনা কমিটি রয়েছে।

পরিচালনা কমিটির সভাপতি ও দাড়িয়াপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আনছার আলী বলেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) অবহিত করে এ কমিটি করা হয়েছে। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে প্রতিজন স্বেচ্ছাসেবককে আইডি কার্ড দেওয়া হয়েছে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একে সাইদুল হক ভূঁইয়া বলেন, স্বেচ্ছায় এমন উদ্যোগ প্রশংসনীয়।

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ