ধনবাড়ীতে স্যানিটারি মিস্ত্রি রফিকুল ইসলাম হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। গতকাল সোমবার সকালে উপজেলার বানিয়াজান ইউনিয়নের নাথেরপাড়া গ্রামের গৌরাং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সহস্রাধিক লোকজন অংশ নেন।
এ সময় বক্তব্যে দেন নিহত রফিকুলের মা ছাহেরা বেগম, স্ত্রী মালেকা বেগম, ছেলে মারুফ হাসান, ছোট ভাই হাফিজুর রহমান, বড় বোন খালেদা বেগমসহ স্থানীয় বাসিন্দারা। তাঁরা রফিকুলের হত্যাকারী ও জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় এনে ফাঁসির দাবি জানান।
নিহতের স্ত্রী মালেকা বেগম বলেন, গত ১ জানুয়ারি রাতে একটি অপরিচিত মোবাইল ফোন নম্বর থেকে তাঁকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। পর দিন সকালে বাড়ির পাশের কপিখেত থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ধনবাড়ী থানায় নিহতের মা ছাহেরা বেগম বাদী হয়ে মোস্তফাকে প্রধান আসামি করে ১২ জনের নামে মামলা করেন।
এ বিষয়ে ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. চাঁন মিয়া বলেন, আনোয়ার ওরফে আনুকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তার চেষ্টা অব্যাহত রয়েছে।