চৌগাছা প্রতিনিধি
যশোরের চৌগাছাকে দ্রুত শতভাগ টিকার আওতায় আনতে গত মঙ্গলবার থেকে গ্রামে গ্রামে গিয়ে কোনো কার্ড না থাকা ব্যক্তিদেরও টিকা দেওয়া শুরু করেছে স্বাস্থ্য বিভাগ। ১৮ বছরের ঊর্ধ্বের সবাইকে টিকার আওতায় আনতে এ উদ্যোগ নেওয়া হলেও আশানুরূপ সাড়া পাচ্ছে না উপজেলা স্বাস্থ্য বিভাগ।
টিকা গ্রহণে কাঙ্ক্ষিত সাড়া মিলছে না বলে মনে করছেন স্বাস্থ্যকর্মীরা। তাঁরা বলছেন, বোরো মৌসুম শুরু হওয়ায় কৃষকের ব্যস্ততা বেড়ে যাওয়া এবং করোনায় মৃত্যুর হার কমে যাওয়ায় টিকায় আগ্রহী হচ্ছে না মানুষ।