চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার চৌডালা-কানসাট সড়কে মুরগিবাহী ভটভটি উল্টে চালক নিহত হয়েছেন। গতকাল রোববার সকাল ১০টার দিকে বেলালবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত চালকের নাম সাজু (২২)। তিনি উপজেলার চৌডালা বাজার এলাকার বাসিন্দা।
স্থানীয়রা জানান, রোববার সকালে সাজু চৌডালা বাজার থেকে ভটভটিতে করে মুরগি নিয়ে শিবগঞ্জের কানসাটে যাচ্ছিলেন। পথে চৌডালা-কানসাট সড়কের বেলালবাজার এলাকায় ভটভটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। ওই সময় ঘটনাস্থল থেকে স্থানীয় লোকজন চালক সাজুকে উদ্ধার করেন এবং গুরুতর আহতাবস্থায় দ্রুত তাঁকে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কুমার দাস ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, এ ঘটনায় গোমস্তাপুর থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।