স্পেনের লা পালমার আগ্নেয়গিরির কথা ভোলেনি বিশ্ব। তিন মাস লাভা উদ্গিরণের পর সম্প্রতি শান্ত হয়েছে এ সক্রিয় আগ্নেয়গিরি। এ ঘটনার মধ্যেই গত মাসে চিলির একটি সক্রিয় আগ্নেয়গিরিতে প্রথমবারের মতো কোনো মানুষ উড়ে বেড়াল। উইং স্যুট পরে আগ্নেয়গিরির ভেতরে এবং লাভামুখে উড়ে বিরল এ রেকর্ড গড়েছেন চিলির বিমানবাহিনীর সাবেক পাইলট সেবাস্তিয়ান আলভারেজ। ছোটবেলা থেকেই উড়ে বেড়ানোর শখ তাঁর। পাইলট হিসেবে দায়িত্ব পালনের ফাঁকে উইং স্যুট পরে নিজেকে প্রস্তুত করেন তিনি। সিদ্ধান্ত নেন চিলির সবচেয়ে বিপজ্জনক সক্রিয় আগ্নেয়গিরি ভিয়ারিকাতে উড়ে বেড়ানোর। স্থানীয় আদিবাসী মাপুচেরা একে ‘দ্য ডেভিলস হাউস’ বলে থাকেন।
সাড়ে তিন হাজার মিটার ওপরে থাকা হেলিকপ্টার থেকে লাফ দেন আলভারেজ। উইং স্যুটে ওড়ার সময় বেগ ছিল প্রতি ঘণ্টায় ২৮০ কিলোমিটার। ঘুরে বেড়ান ২০০ মিটার প্রশস্ত লাভামুখের ভেতরে এবং বাইরে। ‘ফ্লেরিং’ নামক এক পদ্ধতি ব্যবহার করে এ অসাধ্যসাধন করেছেন ৩৬ বছর বয়সী আলভারেজ। এ পদ্ধতিতে উলম্বভাবে প্রথমে গতি আনা হয়। এরপর পাখির ডানার মতো ‘উইং স্যুট’ ব্যবহার করে সেই গতিকে অনুভূমিক গতিতে পরিণত করতে হয়।