ঝালকাঠিতে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় সোহেল হাওলাদার (৩৫) নামে এক ব্যক্তিকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। ঝালকাঠির জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. শহিদুল্লাহ গত বৃহস্পতিবার এই রায় দেন।
সোহেল আদালত থেকে জামিন নিয়ে বর্তমানে পলাতক রয়েছেন। তিনি বাকেরগঞ্জের বোয়ালিয়া গ্রামের বাসিন্দা।
মামলা সূত্রে জানা গেছে, ২০১৮ সালের ৫ মে জুরকাঠি গ্রামের আসাদ শিশু একাডেমি কেজি স্কুলের পেছনে অভিযান চালিয়ে ১০০টি ইয়াবাসহ সোহেল হাওলাদারকে আটক করা। ওই দিন নলছিটি থানার উপপরিদর্শক (এসআই) আশ্রাফুজ্জামান বাদী হয়ে মামলা করেন।