বরিশালে ১৯৪৫ সালের আগে ব্রিটিশ সশস্ত্র বাহিনীর সদস্য ছিলেন এমন ব্যক্তি ও তাদের বিধবা স্ত্রীদের আর্থিক অনুদান প্রদান করেছে বরিশাল জেলা সশস্ত্র বাহিনী বোর্ড। গতকাল মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে বরিশালে ১৪ জনকে অনুদানের চেক হস্তান্তর করেন বাংলাদেশ সশস্ত্র বাহিনী বোর্ডের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ কামরুল হাসান। তিনি নগরীর অশ্বিনী কুমার হল সংলগ্ন সশস্ত্র বাহিনী বোর্ড কার্যালয়ে সাবেক ব্রিটিশ সশস্ত্র বাহিনী সদস্যদের স্বজনদের হাতে আর্থিক সহায়তার চেক হস্তান্তর করেন। এ সময় উপস্থিত ছিলেন সশস্ত্র বাহিনী বোর্ডের ওয়ারেন্ট অফিসার মো. কাওছার হোসেন এবং ভারপ্রাপ্ত সচিব আবুল হাজরা নেয়ামুল ইসলাম।
আবুল হাজরা মো. নেয়ামুল ইসলাম জানান, ১৯৪৫ সালের আগে সশস্ত্র বাহিনীতে কর্মরত সদস্য ও তাদের বিধবা স্ত্রীদের তিন মাস অন্তর ১৬ হাজার টাকা করে ভাতা প্রদান করা হয়। বিশ্বের ৪৮টি কমনওয়েলথভুক্ত দেশে মোট ৪০ হাজার সদস্যকে এ আর্থিক সুবিধা দেওয়া হচ্ছে।
বাংলাদেশে বর্তমানে ব্রিটিশ সশস্ত্র বাহিনীর সাবেক ১১ জন সদস্য এবং প্রয়াত ব্রিটিশ সেনা সদস্যদের ১৪৯ জন বিধবা স্ত্রী এ সুবিধা পাচ্ছেন।