Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

ক্রেতা ঠকাতে কেজিতে বিক্রি

নারায়ণগঞ্জ প্রতিনিধি

ক্রেতা ঠকাতে কেজিতে বিক্রি

গরমের সঙ্গে রমজানের ইফতারে তরমুজের কদর বেড়েছে কয়েক গুন। কিন্তু নারায়ণগঞ্জে চড়া দামের কারণে তরমুজ যেন নাগালের বাইরে। বাড়তি দামের কারণে বড় তরমুজের বদলে ছোট আকারের তরমুজ কিনে নিতে বাধ্য হচ্ছেন স্বল্প আয়ের মানুষ।

বাজার ঘুরে দেখা যায়, তরমুজ এবার বাজারে এসেছে সময়মতো। ফলন ভালো হওয়ায় এ ফলের সরবরাহও প্রচুর। সে হিসেবে দাম কম হওয়ার কথা, কিন্তু হয়েছে উল্টোটা। নারায়ণগঞ্জ শহরের অনেক জায়গায় কেজি হিসাবে বিক্রি হচ্ছে তরমুজ। করোনাভাইরাসের আগেও নারায়ণগঞ্জ শহরের বিভিন্ন স্থানে তরমুজ কেটে ফালি হিসেবে বিক্রি করতে দেখা যেত। দিনমজুরসহ স্বল্প আয়ের মানুষ দশ বা বিশ টাকা দরে একফালি তরমুজ খেতে পারতেন। কিন্তু এখন আর সেভাবে বিক্রি হচ্ছে না।

নারায়ণগঞ্জ শহরের দ্বিগুবাবুর বাজারের ফল বিক্রেতা মহসীন বলেন, ‘এখানে ৫-৬ কেজি ওজনের একটি তরমুজ বিক্রি হচ্ছে ৩৫০ থেকে ৪০০ টাকায়। প্রতি কেজির দাম পড়ছে ৭০ টাকার বেশি। গত বছরও দাম এ রকমই ছিল। প্রতিদিনই দাম ৫০-৬০ টাকা ওঠা-নামা করে।’

বেসরকারি চাকরিজীবী আজিম উদ্দিন এসেছেন তরমুজ কিনতে। বেশ কয়েকটি তরমুজের দাম করলেন। কিন্তু ভালো মানের তরমুজ কোনোভাবেই ৩০০ টাকার কমে মিলছে না। তাই বাধ্য হয়ে অনেকটা পানসে তরমুজই কিনে নিলেন।

ফল ব্যবসায়ীরা বলছেন, তরমুজ পরিবহন ও হাতবদলের সময় অন্তত ৩০ শতাংশ নষ্ট হয়ে যায়, অন্যান্য ফলের ক্ষেত্রে এতটা লোকসান হয় না। তা ছাড়া এক ট্রাক তরমুজ পরিবহনের ক্ষেত্রে ৩০ হাজার টাকার মতো খরচ হচ্ছে, যা আগে ১৫-২০ হাজার টাকার মধ্যে ছিল। তরমুজের দাম বাড়তি বলার আগে এই বিষয়গুলো বিবেচনায় নিতে হবে।

এই বিষয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সেলিমুজ্জামান বলেন, রমজানে নিত্যপ্রয়োজনীয় জিনিসের মূল্য নিয়ন্ত্রণে আমরা নিয়মিত কাজ করছি। খুচরা ব্যবসায়ীরা বেশি দামে কেনার কারণে মূল্য বেশি হয় বলে দাবি করে। তবুও বিষয়টা বিবেচনায় রেখে তরমুজ নিয়ে আমরা কাজ করব। পিচে কিনে কেজিতে বিক্রি কোনোভাবে মানা যায় না।’

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ