Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

প্রসূতি অস্ত্রোপচার আবার চালু

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

প্রসূতি অস্ত্রোপচার আবার চালু

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আবারও প্রসূতি অস্ত্রোপচার শুরু হচ্ছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বাহারুল আলম নিজেই এ অস্ত্রোপচার করছেন। এখনো সংশ্লিষ্ট চিকিৎসক পদায়ন না হলেও রোগীদের দুর্ভোগের কথা চিন্তা করে সিভিল সার্জনের অনুমতিতে তিনি এ উদ্যোগ নিয়েছেন। আজ সোমবার সকাল থেকে এ সেবা চালু করা হবে বলে তিনি নিশ্চিত করেছেন।

প্রসবজনিত জরুরি সেবা (ইওসি) টিমের সদস্য চিকিৎসা কর্মকর্তা (গাইনি) শামীমা নাসরিন বদলি হয়ে ১৬ জানুয়ারি ঢাকার একটি হাসপাতালে চলে যান। এর পর থেকে চিকিৎসকের অভাবে অপারেশন থিয়েটারটি বন্ধ করে দেওয়া হয়। ২ মাস ৪ দিন পর আবারও অস্ত্রোপচার চালু হচ্ছে। এত দিন বিনা মূল্যের এ সেবাটি না পেয়ে সেবাপ্রার্থীদের অর্থ খরচ করে বেসরকারি হাসপাতালের দ্বারস্থ হতে হয়েছিল।

খোঁজ নিয়ে জানা যায়, প্রতিদিন অসংখ্য গর্ভবতী নারী এখানে চিকিৎসা নিতে আসেন। কিন্তু অস্ত্রোপচারের ব্যবস্থা না থাকায় তাঁরা বাধ্য হয়ে বেসরকারি হাসপাতালে যেতে হয়েছে। এ কারণে অনেক গরিব রোগী আর্থিকভাবে ক্ষতির সম্মুখীন হয়েছে। ২০২১ সনের সেপ্টেম্বর থেকে চলতি বছরের ১৬ জানুয়ারি পর্যন্ত ৩৪৪ জন গর্ভবতী নারী সন্তান জন্ম দেন। এদের মধ্যে ১৭৯ জন স্বাভাবিক ও ১৬৫ জন নারী অস্ত্রোপচারে সন্তান প্রসব করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালট্যান্ট (অবেদনবিদ) মোবারক হোসেন বলেন, ইওসি টিমে একজন গাইনি চিকিৎসকের অভাবে আমাদের এখানে অস্ত্রোপচার করা সম্ভব হচ্ছিল না। রোগীদের জন্য কিছু করতে না পারার যন্ত্রণায় ছিলাম। আবারও বিনা মূল্যের এ সেবাটি চালু হচ্ছে জেনে কিছুটা মানসিক শান্তি পাচ্ছি। এমন মহতী উদ্যোগের জন্য সিভিল সার্জন ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে ধন্যবাদ জানাচ্ছি।

রায়পুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বাহারুল আলম বলেন, ‘গাইনি চিকিৎসকের অভাবে প্রায় ২ মাস ধরে প্রসূতি অস্ত্রোপচার বন্ধ ছিল। এ কারণে গরিব রোগীরা কষ্টে ছিলেন। আমি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা হিসেবে যোগদানের পর থেকেই সেবাটি চালু করার আপ্রাণ চেষ্টা চালিয়ে আসছি। যত দিন পর্যন্ত প্রসবজনিত জরুরি সেবার জন্য গাইনি চিকিৎসক না আসেন, তত দিন পর্যন্ত আমি নিজেই এ অস্ত্রোপচারের কাজটি করে যাব।’

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ