রোহিঙ্গাদের একটি অংশকে যেখানে রাখা হয়েছে সেই ভাসানচরের উন্নয়নে সহযোগিতা দেবে সৌদি আরব। গতকাল বৃহস্পতিবার সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে সাক্ষাৎ করে ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ইসসা ইউসেফ ইসসা আল দুহাইলান এ কথা জানিয়েছেন।
স্বরাষ্ট্রমন্ত্রী পরে সাংবাদিকদের বলেন, ভাসানচরে রোহিঙ্গাদের থাকার ব্যবস্থা করায় সৌদির রাষ্ট্রদূত সরকারের প্রশংসা করেছেন। ভাসানচরকে আরও ডেভেলপ করতে তারা সহযোগিতা করবে।
রোহিঙ্গারা যাতে শান্তির সঙ্গে থাকতে পারে সৌদি আরব তা চায় জানিয়ে আসাদুজ্জামান খান বলেন, ‘তাঁরা (সৌদি আরব) প্রথম দিন থেকেই বলছেন, রোহিঙ্গাদের তাঁদের জন্মভূমিতে ফিরে যেতে হবে। এজন্য তাঁরা কাজ করছেন, ওআইসিতে স্ট্রং সাপোর্ট রাখছেন এবং আন্তর্জাতিক ক্ষেত্রে তাঁরা কথা বলছেন।’