Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ গ্রেপ্তার ৫

মির্জাপুর প্রতিনিধি

ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ গ্রেপ্তার ৫

মির্জাপুরে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ডাকাত দলের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার রাতে উপজেলার পাকুল্যা এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, উপজেলার পাকুল্যা গ্রামের রবিন মিয়া (২৭), চুকুরিয়া গ্রামের শাহিদ মিয়া (২৮), একই গ্রামের সেলিম মিয়া (২৬), রাজ্জাক (৩৪) এবং সাটিয়াচড়া গ্রামের হারুন মিয়া (২৯)। এ সময় তাঁদের কাছ থেকে একটি চাপাতি, চাকু, একটি সীম বিহীন মোবাইল ফোন, সাদা টেপে মোড়ানো একটি গ্যাস লাইট ও একটি লোহার রড উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার গভীর রাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার পাকুলা এলাকায় মনিরের গাড়ি পরিষ্কার করার ডকের সামনে ফাঁকা রাস্তায় ডাকাতির প্রস্তুতি হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে পুলিশ ওই এলাকা ঘিরে ফেলে এবং তাঁদের গ্রেপ্তার করে।

মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আবু সাঈদ জানান, গতকাল বৃহস্পতিবার সকালে সাত দিনের রিমান্ড আবেদ করে গ্রেপ্তার ব্যক্তিদের টাঙ্গাইল আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলম চাঁদ বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের নামে থানায় একাধিক মামলা রয়েছে।

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ