Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

‘২১ ফেব্রুয়ারির আগে সব সাইনবোর্ড হবে বাংলায়’

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

‘২১ ফেব্রুয়ারির আগে সব সাইনবোর্ড  হবে বাংলায়’

২১ ফেব্রুয়ারির আগে চট্টগ্রাম নগরীর সব সাইনবোর্ড বাংলায় প্রতিস্থাপন করা হবে বলে জানিয়েছেন সিটি করপোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী। গতকাল মঙ্গলবার নগরীর কাজীর দেউড়িতে আনুষ্ঠানিকভাবে সাইনবোর্ড বাংলায় প্রতিস্থাপন কর্মসূচির উদ্বোধন কালে এ মন্তব্য করেন তিনি।

মেয়র বলেন, ২১ ফেব্রুয়ারির মধ্যে কেউ যদি এই নির্দেশনা প্রতিপালন না করেন তাহলে তাঁদের বিরুদ্ধে নির্বাহী ম্যাজিস্ট্রেটরা অভিযানের মাধ্যমে জরিমানাসহ আইনগত ব্যবস্থা নেবেন।

এই কর্মসূচির অংশ হিসেবে গতকাল দুপুর ১২টার দিকে নগরীর কাজীর দেউড়ি এলাকায় অভিযান শুরু করেন চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী। এ সময় তিনি এলিগ্যান্ট সিরামিক নামের একটি প্রতিষ্ঠানকে ৫ হাজার জরিমানা করেন। পরে চসিকের কর্মীরা ওই প্রতিষ্ঠানের নামফলক কালো কালি দিয়ে মুছে দেন।

রেজাউল করিম চৌধুরী বলেন, ভাষা শহীদদের শ্রদ্ধা জানানোর সবচেয়ে বড় উপায় হলো বাংলা ভাষার স্বাতন্ত্র্য, শুদ্ধতা এবং সৌন্দর্য যাতে অক্ষুণ্ন থাকে সে লক্ষ্যে সক্রিয় থাকা। বাংলা ভাষার শুদ্ধতা রক্ষায় ব্যর্থ হলে পরম গৌরবময় আত্মদান বৃথা যাবে বলেও মন্তব্য করেন তিনি।

মেয়র আরও বলেন, ভাষার মাসে মাতৃভাষার প্রতি মানুষের ভালোবাসা জাগিয়ে তুলতে হবে। নবীন প্রজন্মের জ্ঞান-আকাঙ্ক্ষা আর স্বপ্নের আদান-প্রদান মাতৃভাষার মাধ্যমে সবচেয়ে সফলভাবে সম্পন্ন হতে পারে।

বীর মুক্তিযোদ্ধা ডা. মাহফুজুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাবেক সাংসদ মাজহারুল হক শাহ চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা রাজা মিয়া, ডা. শাহ আলম ভূঁইয়া, তৌহিদুল আলম কাজল, হাসান মারুফ রুমি, আসমা আক্তার, ডা. আর কে রুবেল, শফিউদ্দিন কবীর আবিদ, সিঞ্চন ভৌমিক প্রমুখ।

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ