দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ১১ নম্বর মরিচা ইউনিয়নের তিনবারের সাবেক চেয়ারম্যান দেবেশ চন্দ্র রায়ের নাম নেই চলতি ভোটার তালিকায়। অনুসন্ধানে করে তাঁর নাম পাওয়া যায় ফুলবাড়ী উপজেলার ৭ নম্বর শিবনগর ইউনিয়নে। এ ঘটনায় হতভম্ব ওই ইউনিয়নের সাধারণ ভোটাররা।
জানা যায়, ১৯৮৭, ১৯৯১ ও ২০০২ সালে ইউনিয়ন পরিষদে তিনবার চেয়ারম্যান নির্বাচিত হন দেবেশ চন্দ্র রায়। ২০১৬ সালে আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে বিদ্রোহী প্রার্থী হিসেবে দলীয় প্রার্থীর কাছে পরাজিত হন।
গত মঙ্গলবার তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে উপজেলা নির্বাচন কর্মকর্তার অফিস থেকে মনোনয়নপত্র সংগ্রহ করতে গিয়ে তালিকায় নাম খুঁজে পাননি তিনি।