সালমান খানের মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘কাভি ঈদ কাভি দিওয়ালি’ নিয়ে ভক্তদের মাঝে যে উন্মাদনা রয়েছে তা বলার অপেক্ষা রাখে না। কারণ, এই প্রথমবার অভিনয়ের পাশাপাশি সিনেমার পরিচালনা করবেন ভাইজান। সিনেমার প্রযোজনার ভার সামলাচ্ছেন সালমানের ঘনিষ্ঠ বন্ধু সাজিদ নাদিয়াদওয়ালা।
শুটিংয়ের প্রস্তুতি শুরু করেছিলেন সালমান। কথা ছিল পানভেলে তাঁর ফার্ম হাউসের কাছাকাছি শুটিং হবে। নতুন খবর পানভেলে নয়, শুটিং হবে মহারাষ্ট্রের কারজাটে। আরও জানা যাচ্ছে, একটানা তিন মাস সেখানে শুটিং করবেন ভাইজান।
শুটিং শেষ না হওয়া পর্যন্ত সেখানেই থাকবেন সালমান। এই কয়েক মাস অন্য কোনো সিনেমার শুটিং করবেন না। কারজাটের শুটিং পর্ব শেষ হলে বিদেশের বেশ কিছু লোকেশনে শুটিং হবে। ‘কাভি ঈদ কাভি দিওয়ালি’তে সালমানের সঙ্গে জুটি বাঁধছেন অভিনেত্রী পূজা হেগড়ে। তাঁর দুই ভাইয়ের চরিত্রে দেখা যাবে আয়ুশ শর্মা ও জহির ইকবালকে।
সিনেমাটি কেমন হতে পারে তার একটা আঁচ দিয়েছেন সালমান। তাঁর মতে, বলিউডে আরও বেশি করে হিরোইজম সিনেমা করা উচিত। দক্ষিণী ইন্ডাস্ট্রি সব সময়ই হিরোইজমে বিশ্বাসী। তাই তারা এভাবে ব্যবসা করছে। সিনেমা হল থেকে বেরোনোর পর দর্শকেরা হিরোইজমই খোঁজে বা চায়। এই সিনেমাটি তেমনি এক সিনেমা হতে যাচ্ছে। কারণ, হিরোইজমের সঙ্গে দর্শকেরা ভালো কানেক্ট করতে পারেন। এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়।
‘কাভি ঈদ কাভি দিওয়ালি’ সিনেমার একটি বিশেষ চরিত্রে অভিনয় করবেন দক্ষিণী তারকা ভেঙ্কটেশ। চলতি বছরের ৩০ ডিসেম্বর বড় পর্দায় মুক্তি পাবে ‘কাভি ঈদ কাভি দিওয়ালি’। খবর মিলছে সিনেমা নিয়ে বেশ টেনশনে আছেন সল্লু ভাইজান। কারণ, এপ্রিল মাস শেষ হতে চলল অথচ এখনো সিনেমার শুটিংই শুরু করতে পারেননি তিনি। শুটিং শেষ করার পর পোস্ট প্রোডাকশন, তারপর সিনেমার প্রমোশন। অন্যদিকে আটকে আছে তাঁর অভিনীত একাধিক সিনেমার শুটিং। সবকিছু কীভাবে সামলাবেন তা ভেবে উঠতেই হিমশিম খাচ্ছেন ভাইজান।