Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

করোনার নমুনা সংগ্রহে মেয়াদোত্তীর্ণ কিট

দিনাজপুর প্রতিনিধি

করোনার নমুনা সংগ্রহে মেয়াদোত্তীর্ণ কিট

দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে মেয়াদোত্তীর্ণ কিট ব্যবহার করে করোনাভাইরাসের নমুনা সংগ্রহের অভিযোগ উঠেছে। বিষয়টি অবগত হয়ে তাৎক্ষণিক কিটগুলো সরিয়ে নিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও বিষয়টি জানানো হয়েছে।

গতকাল মঙ্গলবার সকালে করোনার নমুনা দিতে গিয়ে শাহিনুর ইসলাম নামের এক ব্যক্তি কিটের মেয়াদোত্তীর্ণের বিষয়টি দেখতে পান। কৌতুহলবশত কিটের পলিব্যাগে চোখ পড়লে বিষয়টি তাঁর নজরে আসে। তাৎক্ষনিকভাবে বুথে কর্তব্যরত নমুনাসংগ্রহকারীদের তিনি তা জানান।

জানা গেছে, নমুনা সংগ্রহে ব্যবহৃত কিটের পলিব্যাগের প্যাকেটের গায়ে উৎপাদনের তারিখ দেওয়া আছে ২০২০ সালের নভেম্বর মাস। আর মেয়াদোত্তীর্ণের ঘরে লেখা ২০২১ সালের অক্টোবর মাস।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, প্যাকেটের গায়ে লেখা মেয়াদের তারিখ পেরিয়ে গেলেও অভ্যন্তরে থাকা সোয়াব স্টিক ও টাং ডিপ্রেশরের গায়ে মেয়াদ লেখা ২০২৪ সাল।

খোঁজ নিয়ে জানা গেছে, সোয়াব স্টিক ও টাং ডিপ্রেশর মেয়াদোত্তীর্ণ হলেও পরীক্ষার ফলাফলে তাতে কোনো প্রভাব পড়বে না। তবে, ফয়েল প্যাকের গায়ে মেয়াদোত্তীর্ণ তারিখ থাকায় এ নিয়ে বিভ্রান্তিতে পড়েছে খোদ হাসপাতাল কর্তৃপক্ষ।

ভুক্তভোগী শাহিনুর ইসলাম বলেন, তিনি বেসরকারি একটি স্বাস্থ্যসেবা ক্লিনিকে কর্মরত আছেন। করোনার কিট, নমুনা সংগ্রহ ও নমুনা পরীক্ষার বিষয়ে আগে থেকেই ধারণা ছিল বলেই কিটের প্যাকেটের দিকে তাঁর দৃষ্টি পড়ে। এ ক্ষেত্রে কর্তব্যরতদের আরও সচেতন হওয়া জরুরি বলে মনে করেন তিনি।

দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের প্যাথলজিস্ট আরাফাত হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘গত সপ্তাহে রংপুর সিভিল সার্জন অফিসের মাধ্যমে এই হাসপাতালে তিন হাজার কিট আসে। এরমধ্যে যেগুলো মেয়াদোউত্তীর্ণ ছিল সেগুলো ফেরত পাঠিয়েছি। বর্তমানে যে কিট দিয়ে নমুনা সংগ্রহ করা হচ্ছে সেগুলো উৎপাদন হয়েছে ২০২১ সালের জুনে, মেয়াদ আছে চলতি বছরের জুন পর্যন্ত।

জেলা সিভিল সার্জন এ এইচ এম বোরহানুল ইসলাম সিদ্দিকী জানান, ‘কিটের মেয়াদোত্তীর্ণের বিষয়টি নজরে আসার পর সেগুলো প্রত্যাহার করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখতে ঊর্ধতন কর্তৃপক্ষের সঙ্গে আলাপ হয়েছে। সিদ্ধান্ত পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ