কঠিন পরিস্থিতি মোকাবিলায় সহিষ্ণুতা এবং সমাজে সমতা-সমৃদ্ধির জন্য শক্তিশালী ও দৃঢ়চেতা যুব নেটওয়ার্ক গড়ে তোলার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। গতকাল বঙ্গভবন থেকে এক অনুষ্ঠানে দেওয়া ভার্চুয়াল ভাষণে তিনি এ আহ্বান জানান।
বিশ্বব্যাপী যুবসমাজকে একত্র করার অন্যতম বড় প্ল্যাটফর্ম ‘ঢাকা ওআইসি ইয়ুথ ক্যাপিটাল-২০২০ ’-এর বছরব্যাপী অনুষ্ঠানের জমকালো সমাপনী অনুষ্ঠানে রাষ্ট্রপতি বলেন, ‘তরুণেরাই আমাদের সাম্প্রতিক উন্নয়নের সম্মুখ সারির লড়াকু শক্তি। এটি আমাদের আশাবাদী ও আত্মবিশ্বাসী করে যে এই তরুণেরাই উন্নত ভবিষ্যৎ নিয়ে আসবে। যুবকেরা ঐক্যবদ্ধ থাকলে যেকোনো কিছু অর্জন করতে পারে।’