Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

রাসিকের প্রকল্প প্রস্তাব দেখতে রাজশাহীতে ঊর্ধ্বতন কর্মকর্তারা

রাজশাহী প্রতিনিধি

রাসিকের প্রকল্প প্রস্তাব দেখতে রাজশাহীতে ঊর্ধ্বতন কর্মকর্তারা

বর্জ্য ব্যবস্থাপনার আধুনিকায়নে রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রকল্প প্রস্তাব পরীক্ষা-নিরীক্ষা করে দেখার জন্য রাজশাহী সফর করেছেন স্থানীয় সরকার বিভাগের কর্মকর্তারা। পরে তাঁরা প্রকল্প নিয়ে সিটি মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটনের সঙ্গে মতবিনিময় করেন। গতকাল শনিবার নগর ভবনে মেয়রের দপ্তরে এই মতবিনিময় হয়।

সভার শুরুতে স্থানীয় সরকার বিভাগের কর্মকর্তাদের ফুলেল শুভেচ্ছা জানান সিটি মেয়র খায়রুজ্জামান লিটন। মতবিনিময় শেষে তাঁরা প্রস্তাবিত প্রকল্প এলাকা পরিদর্শন করেন। পরিদর্শন দলে ছিলেন প্রস্তাবিত প্রকল্প পরীক্ষা-নিরীক্ষা করে প্রতিবেদন পেশের জন্য গঠিত কমিটির সভাপতি ও স্থানীয় সরকার বিভাগের মহাপরিচালক মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান, যুগ্মসচিব (পরিকল্পনা অধিশাখা) আবু মো. মহিউদ্দিন কাদেরী, উপসচিব (সিটি করপোরেশন-২ শাখা) মোহাম্মদ জহিরুল ইসলাম, সিনিয়র সহকারী সচিব (পরিকল্পনা-২) পলি কর ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (পুর) আবুল হাসনাত মো. আশরাফুল আলম।

আরও উপস্থিত ছিলেন রাসিকের বর্জ্য ব্যবস্থাপনা স্থায়ী কমিটির সভাপতি ও প্যানেল মেয়র-১ সরিফুল ইসলাম বাবু, বর্জ্য ব্যবস্থাপনা স্থায়ী কমিটির সদস্য কাউন্সিলর মো. কামরুজ্জামান, রাসেল জামান, আব্দুল মোমিন, আনোয়ার হোসেন, শহিদুল ইসলাম, তৌহিদুল হক সুমন, প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এ বি এম শরীফ উদ্দিন, সচিব মশিউর রহমান, প্রধান প্রকৌশলী শরিফুল ইসলাম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী নূর ইসলাম তুষার, প্রকল্পের ইঞ্জিনিয়ারিং অ্যাডভাইজার আশরাফুল হক, প্রজেক্ট ম্যানেজমেন্ট স্পেশালিস্ট গোলাম মুর্শেদ, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মো. মামুন, নির্বাহী প্রকৌশলী (যান্ত্রিক) আহমদ আল মঈন পরাগ প্রমুখ।

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ