ওসমানীনগরে মো. মাহবুবুর রহমান মামুন (২১) নামে এক তরুণ নিখোঁজ হয়েছেন। গত শনিবার সকাল থেকে তাঁর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।
নিখোঁজ মামুনের বাড়ি বালাগঞ্জ উপজেলার রুপাপুর গ্রামে। তাঁর বাবার নাম মো. মিজানুর রহমান। মামুন তিন বছর ধরে গোয়ালাবাজারে মো. আবুল বাসারের লাভলী বেকারিতে কাজ করে আসছেন।
নিখোঁজ মামুনের বাবা মাহবুবুর রহমান জানান, গত শনিবার সকাল বেকারিতে কাজে গিয়ে নির্ধারিত সময় পেরিয়ে গেলেও বাড়ি ফেরেনি সে। মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে সেটি বন্ধ পাওয়া যায়। অনেক খোঁজাখুঁজি করেও পরিবারের সদস্যরা তার কোনো সন্ধান পায়নি। এ ঘটনায় থানায় জিডি করা হয়েছে।
ওসমানীনগর থানার ওসি শ্যামল বণিক জানান, এ বিষয়ে থানায় একটা জিডি করা হয়েছে।