লালমোহনে এইচএসসি, আলিম ও কারিগরি পরীক্ষার প্রথম দিনে শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশে পরীক্ষা সম্পন্ন হয়েছে। এ বছর উপজেলার ৫টি কেন্দ্রে এইচএসসি ও সমমানের পরীক্ষা চলছে। লালমোহনে গতকাল বৃহস্পতিবার প্রথম দিনের পরীক্ষায় অনুপস্থিত ছিল ৫৭ জন পরীক্ষার্থী।
পরীক্ষার্থীদের মধ্যে লালমোহন করিমুন্নেছা-হাফিজ মহিলা কলেজ কেন্দ্রে ৩ জন, সরকারি শাহবাজপুর কলেজ কেন্দ্রে ১ জন, বালিকা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ২০ জন ও ইসলামিয়া কামিল মাদ্রাসা কেন্দ্রে ৩৩ জন অনুপস্থিত ছিলেন।
পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে লালমোহন ইসলামিয়া কামিল মাদ্রাসা থেকে এক শিক্ষার্থীকে বহিষ্কার করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) জাহিদুল ইসলাম।
বিভিন্ন কেন্দ্র পরিদর্শন শেষে ইউএনও পল্লব কুমার হাজরা জানান, সুশিক্ষিত ও মেধাবী জাতি গড়তে শিক্ষার ক্ষেত্রে কোনো আপস করা হবে না। পরীক্ষাকেন্দ্র নকলমুক্ত ও শান্তিপূর্ণ রাখতে প্রশাসন তৎপর রয়েছে।