গাজীপুর মহানগরীর পূবাইলে নিখোঁজ হওয়ার চার দিন পর বিকাশ চন্দ্র দাস (২৮) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল রোববার সকালে ছিপলিয়া এলাকা থেকে বিল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
বিকাশ চন্দ্র দাস ছিপলিয়া এলাকার মৃত বিভীষণ চন্দ্র দাসের ছেলে।
পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিদুল ইসলাম জানান, বিকাশ চন্দ্র ছোটকাল থেকে মানসিক প্রতিবন্ধী ছিলেন। তিনি গত ১৫ সেপ্টেম্বর বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পায়নি স্বজনেরা। গতকাল রোববার সকালে ছিপলিয়া এলাকায় একটি বিলে মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে জানায়। পরে ঘটনাস্থল থেকে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়। পরনের জামা দেখে বিকাশের স্বজনেরা মরদেহটি বিকাশ চন্দ্রের বলে শনাক্ত করেন। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, মরদেহের শরীরে আঘাতের কোনো চিহ্ন দেখা যায়নি। প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে জানা যাবে।