গাংনী (মেহেরপুর) প্রতিনিধি
মেহেরপুরের গাংনীতে স্কুলবিমুখ শিক্ষার্থীদের মাঝে নতুন বই ও শিক্ষা উপকরণ বিতরণ করেছে মানব উন্নয়ন কেন্দ্র (মউক) নামের একটি বেসরকারি সংস্থা। গত বুধবার দুপুরে উপজেলা পরিষদের সভাকক্ষে এ বই বিতরণ করা হয়।
জানা গেছে, উপজেলার ধানখোলা ইউনিয়নের নিত্যানন্দপুর গির্জাপাড়া শিখন কেন্দ্রের ২৮ শিক্ষার্থীদের মধ্যে নতুন বই ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। বই বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী খানম।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ খালেক।