শেরপুর সদর উপজেলায় ১০ বছর বয়সী এক শিশু ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় আব্দুর রাজ্জাক (৫৫) নামে এক ব্যক্তিকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা। গত বৃহস্পতিবার সদর উপজেলায় এই ঘটনা ঘটে। আব্দুর রাজ্জাকের বাড়ি ভাটিপাড়ায়।
এদিকে এ ঘটনায় ধর্ষণের শিকার শিশুর মা বাদী হয়ে সদর থানায় একটি মামলা দায়ের করেছেন। পরে জেলা সদর হাসপাতালে শিশুটির ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। সেই সঙ্গে আব্দুর রাজ্জাককে বিকেলে আদালতে সোপর্দ করেছে পুলিশ। পরে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সুলতান মাহমুদ তাকে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আব্দুর রাজ্জাক সরকার এলাকায় লম্পট ব্যক্তি হিসেবে পরিচিত। নিপীড়নের শিকার শিশুর মা শেরপুরে মানুষের বাসাবাড়িতে কাজ করেন। আর বাবা রাজধানী ঢাকায় সিএনজিচালিত অটোরিকশা চালান। গত বৃহস্পতিবার সকাল সাতটার দিকে ওই শিশু মাদ্রাসায় যাচ্ছিল। পথে তাকে রাস্তায় একা পেয়ে গ্রামের একটি দোকান থেকে জুস কিনে দেওয়ার কথা বলে পাশের ধান খেতে নিয়ে যায় রাজ্জাক। পরে সেখানে ওই শিশুকে ধর্ষণ করে। এ সময় শিশুটির চিৎকার শুনে আশপাশ থেকে লোকজন এগিয়ে আসে এবং রাজ্জাককে আটক করে। পরে উত্তেজিত জনতা রাজ্জাককে পিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেয়।
এ ব্যাপারে শেরপুর সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বন্দে আলী মিয়া জানান, এ ঘটনায় থানায় একটি ধর্ষণ মামলা হয়েছে।