Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

৪০০ কলমের চারা গাছ কাটল দুর্বৃত্তরা

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি

৪০০ কলমের চারা  গাছ কাটল দুর্বৃত্তরা

নরসিংদী রায়পুরার ডৌকারচর ইউনিয়নের কাশিমপুর গ্রামের বেনু মিয়া নামের এক কৃষকের প্রায় ৪০০ টি কলমের চারা গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। গত বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে। ভোক্তভোগী বেনু মিয়ার সঙ্গে কথা বলে জানা গেছে, এতে তাঁর প্রায় ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে।

খোঁজ নিয়ে জানা যায়, প্রায় ১৫ বিঘা জমিতে নার্সারি তৈরি করেছেন বেনু মিয়া। এই নার্সারিতে প্রায় পাঁচ শতাদিক জাতের হাজার হাজার ফলদ, বনজ ও ঔষধি গাছ রয়েছে। তিনি এসব চারা দেশের বিভিন্ন জেলা ও বিভাগ থেকে সংগ্রহ করেছেন। কিন্তু হঠাৎ দুর্বৃত্তরা বেছে বেছে যে গাছগুলো থেকে তিনি কলম সংগ্রহ করতেন সেই গাছগুলো কেটেছে।

বেনু মিয়া বলেন, এসব গাছের বেশ অর্ধেক ছিল মাদার গাছ, ‘দুর্বৃত্তরা সুপরিকল্পিত ভাবে সেই সব গাছ কেটেছে। তাই সব মিলিয়ে আমার প্রায় ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এ ঘটনায় শুক্রবার সকালে রায়পুরা থানায় অজ্ঞাত নামা কয়েকজনকে আসামি করে অভিযোগ করেছি।’

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, এ বিষয়ে তদন্ত করে অভিযুক্তদের খুঁজে বের করে শাস্তির ব্যবস্থা করা হবে।

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ