বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি জন্য চাঁদপুরের কচুয়ায় দোয়া মাহফিল হয়েছে। গোহট উত্তর ইউনয়ন বিএনপি, যুবদল ও ছাত্রদলের উদ্যোগে গতকাল শুক্রবার বাদ আসর তফিরা দক্ষিণ পাড়া জামে মসজিদে এই কর্মসূচি পালন করা হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবু আবদুল্লাহ নয়ন, সাংগঠনিক সম্পাদক আবুল বাসার, মাহবুবে রাব্বানী, ইউনিয়ন যুবদলের সভাপতি আতিকুর রহমান বাবুল, সাধারণ সম্পাদক নাছির উদ্দিন, উপজেলা ছাত্রদলের সহসভাপতি কাউসার আহমেদ, যোবায়ের হোসেন রাসেল, ইউনিয়ন ছাত্রদল নেতা গাজী বিল্লাল, সাদ্দাম হোসেন প্রমুখ।
দোয়া মাহফিলে অংশ নিয়ে খালেদা জিয়াকে জিয়ার নিঃশর্ত মুক্তি ও তাঁকে বিদেশে পাঠিয়ে উন্নত চিকিৎসার ব্যবস্থা করার আহ্বান জানান বক্তারা। তাঁরা বলেন রাজনৈতিক প্রতিহিংসার কারণে খালেদা জিয়াকে বিদেশে যাওয়ার অনুমতি দেওয়া হচ্ছ না।