বাঘারপাড়া প্রতিনিধি
যশোরের বাঘারপাড়ায় কৃষ্ণ দেবনাথ (৪২) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
ঘটনাটি গত বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার শালবরহাট গ্রামে ঘটে। কৃষ্ণ দেবনাথ ওই গ্রামের রাধাকান্ত দেবনাথের ছেলে। তিনি আত্মহত্যা করেছেন বলে পরিবার দাবি করেছে।
কৃষ্ণ দেবনাথের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে পরিবারের সবাই বাড়ির পাশের পূজা মণ্ডপে ছিলেন। ফিরে এসে ঘরের দরজা ভেঙে তাঁর ঝুলন্ত লাশ মেলে।