ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের বিএনপির প্রতিবাদ সমাবেশের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা আওয়ামী লীগ। গতকাল মঙ্গলবার বেলা ১২টার দিকে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে এ বিক্ষোভ মিছিল বের করেন নেতা-কর্মীরা।
এ সময় প্রতিবাদ সমাবেশর নামে বিএনপি ও জামায়াত-শিবিরের সহিংসতা, ইউনিয়ন পরিষদ (ইউপি) ও জাতীয় নির্বাচনে কোনো অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সে বিষয়ে কঠোর হুঁশিয়ারি দেন নেতা-কর্মীরা।
এতে উপস্থিত ছিলেন বাঞ্ছারামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মো. সাইদুল ইসলাম ভূঁইয়া, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কবির হোসেন, জেলা পরিষদের সদস্য ইঞ্জিনিয়ার আবদুল হক, পৌর মেয়র মো. তোফাজ্জল হোসেন, উজানচরে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী জাদিদ আল রহমান জনি, আওয়ামী লীগ নেতা একেএম শহিদুল হক, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাহমুদুল হাসান ভূঁইয়া, শ্রমিক লীগের আহ্বায়ক সৈয়দ আজিজ, পৌর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন, পৌর যুবলীগের সভাপতি মো. কামাল হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের দপ্তর সম্পাদক বিল্লাল, জেলা ছাত্রলীগের সহসভাপতি হানিফ প্রধান, উপজেলা ছাত্রলীগের সভাপতি ইঞ্জিনিয়ার জুয়েল আহমেদ প্রমুখ।