বরগুনার তালতলীতে টিকা নিতে আসা শিক্ষার্থীদের উপচে পড়া ভিড় দেখা গেছে। এ সময় শিক্ষার্থীদের মধ্যে সামাজিক দূরত্ব দেখা যায়নি। গা ঘেঁষে লাইনে দাঁড়ানোর কারণে করোনা সংক্রমণের আশঙ্কা দেখা দিয়েছে।
গতকাল রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলা পরিষদে বিভিন্ন মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের করোনার টিকা দেওয়া হয়। একসঙ্গে অধিক শিক্ষার্থী টিকা নিতে আসায় ভোগান্তির সৃষ্টি হয় বলে জানান কর্তৃপক্ষ।
জানা গেছে, উপজেলা পরিষদ কার্যালয়ের অস্থায়ী টিকাকেন্দ্রে শিক্ষার্থীদের করোনার টিকা দেওয়ার ব্যবস্থা করে স্বাস্থ্য বিভাগ। উপজেলার ১১ হাজার ৮১৬ শিক্ষার্থীকে ১২ জানুয়ারি থেকে টিকা দেওয়া শুরু হয়। সকালে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের ৫ শতাধিক শিক্ষার্থী দ্বিতীয় ডোজ টিকা নিতে কেন্দ্রে আসে। কিন্তু সেখানে কোনো সামাজিক দূরত্ব মানা হয়নি।
সরেজমিন টিকাকেন্দ্রে দেখা গেছে, শিক্ষার্থীরা গাদাগাদি লাইনে দাঁড়িয়ে টিকা নিচ্ছে। এ সময় টিকা নিতে আসা অনেক শিক্ষার্থীর মুখেই ছিল না মাস্ক। ভিড় ঠেলে টিকা নিতে গিয়ে ছাত্রীদের পড়তে হয় চরম বেকায়দায়। ভিড়ের মধ্যে কেউ স্বাস্থ্যবিধি মানছে না।
এনটিপিআই কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সুজন বলেন, আমাদের জনবল খুব কম ও অধিক শিক্ষার্থী টিকা নিতে আসলে কিছুটা ভোগান্তি হচ্ছে।
তালতলী হাসপাতালের মেডিকেল কর্মকর্তা ফাইজুর রহমান বলেন, ফাইজারের এসব টিকা ফ্রিজে সংরক্ষণ করতে হয়। ফ্রিজ ও এসির ব্যবস্থা না থাকায় শিক্ষার্থীকে উপজেলা সদরে এসে টিকা নিতে হবে। আমাদের লোকবল কম থাকায় কিছুটা ভোগান্তি হবে পারে। তবে টিকা নিতে আসা সবাইকে মাস্ক পরতে হবে।