চাঁদপুরের কচুয়া উপজেলা পরিষদের সাময়িক বরখাস্ত হওয়া চেয়ারম্যান মো. শাহজাহান শিশিরকে স্বপদে পুনর্বহালের নির্দেশ দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। গত বৃহস্পতিবার স্থানীয় সরকার বিভাগের উপসচিব মোহাম্মদ সামছুল হক স্বাক্ষরিত এক সরকারি প্রজ্ঞাপনে তাঁকে স্বপদে বহালের নির্দেশনা দেওয়া হয়।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, কচুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহানকে সাময়িক বরখাস্তের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট বিভাগের রিট পিটিশন দায়ের করা হয়। পরে হাইকোর্ট বিভাগের সাময়িক বরখাস্তের আদেশটি বেআইনি ও অকার্যকর ঘোষণা করে রায় দেন।
তাই সরকার জনস্বার্থে তাঁকে উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে পুনর্বহালের সিদ্ধান্ত নিয়েছেন। এ অবস্থায় উপজেলা পরিষদ আইন অনুযায়ী কচুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহান শিশিরকে সাময়িক বরখাস্ত সংক্রান্ত গত ২৩ জুলাই ২০২১ সালের ২৯৯ নম্বর স্মারকের আদেশটি বাতিল করা হয় ও তাঁকে উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে পুনর্বহাল করা হয়।