Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

নানির কোলে সন্তান পরীক্ষার হলে মা

লালমোহন (ভোলা) প্রতিনিধি

নানির কোলে সন্তান পরীক্ষার হলে মা

চলতি বছরের এসএসসি ও সমমানের সমাপনী পরীক্ষায় ভোলার লালমোহনে নানির কোলে সন্তান রেখে পরীক্ষা দিয়েছেন দুই মা। গতকাল রোববার লালমোহন মডেল মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষায় অংশ নেয় তারা। এর মধ্যে একজন সুমি আক্তার। তার এক বছরের মেয়েকে পরীক্ষা কেন্দ্রের বাইরে নানির কোলে রেখে ভেতরে পরীক্ষায় অংশ নেয় সে। সুমি বালুরচর হাট ইসলামিয়া দাখিল মাদ্রাসা থেকে পরীক্ষায় অংশগ্রহণ করেছে।

সুমির মা রেনু বিবি বলেন, ‘দুই বছর আগে বিয়ে হয় সুমির। এরপর সন্তান হয় তাঁর। তবে পড়ালেখা চালিয়ে যেতে চায় সুমি। যার জন্য দাখিল পরীক্ষায় অংশ নিয়েছে সে।’

একই কেন্দ্রের বাইরে মাত্র ১৪ দিনের এক শিশুকে কোলে নিয়ে বসে থাকতে দেখা যায় এক নারীকে। তার থেকে খোঁজ নিয়ে জানা যায়, কোলে থাকা শিশুটির নাম আলী। তার মা লাইজু ভেতরে পরীক্ষা দিচ্ছে। লাইজু লর্ড হার্ডিঞ্জ মাধ্যমিক বিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে। করোনার কারণে দীর্ঘদিন বিদ্যালয় বন্ধ থাকায় পারিবারিকভাবে বিয়ে হয় তার। সামনে পড়ালেখা চালিয়ে যেতেই সন্তান জন্মের পরেও লাইজু পরীক্ষায় অংশ নেয়।

লালমোহন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, ‘করোনায় দীর্ঘদিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকার কারণে কিছু অসচেতন পরিবার তাদের সন্তানদের বিয়ে দিয়েছে।’

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ