পরিবেশদূষণ কমিয়ে আনতে চট্টগ্রামে সচেতনতামূলক অভিনব কর্মসূচি আয়োজন করেছে বইবন্ধু। ‘সীড ফর প্লাস্টিক’ শিরোনামে সংগঠনটি মাসব্যাপী কর্মসূচি পালন করছে। এতে যে কেউ প্লাস্টিকের বোতল দিয়ে ফলদ গাছের বীজ নিতে পারবেন।
গত বৃহস্পতিবার বিকেল ৪টায় চট্টগ্রাম সিটি করপোরেশনের ২১ নম্বর জামালখান ওয়ার্ড কাউন্সিল শৈবাল দাম সুমন এই কর্মসূচির উদ্বোধন করেন। জামালখান মোড়ে আয়োজিত এই কর্মসূচি আগামী ১৫ জানুয়ারি ২০২২ পর্যন্ত চলবে বলে জানিয়েছেন সংগঠনটির ম্যানেজমেন্ট টিমের সদস্য ওসমান পারভেজ সোহাগ।
সোহাগ বলেন, ‘প্রতিদিন দুপুর ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই কার্যক্রম চলবে। নির্ধারিত এই সময়ের মধ্যে যে কেউ আমাদের স্টলে এসে প্লাস্টিকের বোতল দিয়ে ফলদ গাছের বীজ গ্রহণ করতে পারবেন। এই কার্যক্রমের পাশাপাশি ওই স্থানে মাসব্যাপী ‘বইবন্ধু বুক রোড’ কার্যক্রমও চলমান থাকবে। সেখানে বসে যে কেউ বই পড়তে পারবেন।’ চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) সহযোগিতায় মাসব্যাপী এই কর্মসূচি চলবে।