নরসিংদীর রায়পুরা উপজেলার আমিরগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি আজিজুল হক ভূঁইয়া হেলিম (৫৪) মারা গেছেন। গত বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে ঢাকার একটি হাসপাতালে তিনি মারা যান। তিনি সন্ত্রাসী হামলার শিকার হয়ে দীর্ঘ দিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। আজিজুল হক ভূঁইয়া হেলিম দেড় যুগ ধরে ইউনিয়ন বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
পরিবার সূত্রে জানা গেছে, গত ২০ ডিসেম্বর সন্ধ্যায় দক্ষিণ মির্জানগর সালিস দরবার করার সময় দুর্বৃত্তরা কুপিয়ে তাঁকে জখম করে। গুরুতর আহত অবস্থায় তাঁকে ঢাকার বেসরকারি একটি হাসপাতালে ভর্তি করা হয়। গত বৃহস্পতিবার রাতে ৭৫ দিন চিকিৎসাধীন থাকার পর তিনি মারা যান।