আটপাড়া (নেত্রকোনা) প্রতিনিধি
নেত্রকোনার আটপাড়ায় বিদ্যুতায়িত হয়ে ফাহিমা আক্তার (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আহত হয়েছে ইব্রাহিম (২) নামে অপর এক শিশু।
গতকাল সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার সুখারী ইউনিয়নের সুখারী পূর্ব পাড়ায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ফাহিমা আক্তার সুখারী পূর্ব পাড়ার আঙ্গুর মিয়ার মেয়ে।
জানা গেছে, ব্যাটারি চালিত অটোরিকশায় চার্জ দেওয়া ছিল। সেখানে খেলতে গিয়ে শিশু দুটি দুর্ঘটনার শিকার হয়। পরে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক ফাহিমাকে মৃত ঘোষণা করেন।