নরসিংদীর রায়পুরার পাড়াতলীতে ইউপি নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায়
চিকিৎসাধীন অবস্থায় সুলমান মিয়া (৫০) নামের আরও একজন মারা গেছেন। সুলেমান মিয়ার স্বজন রবিউল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসাধীন ছিলেন।
গত বৃহস্পতিবার ভোর পাঁচটার দিকে রায়পুরার পাড়াতলীর কাচারিকান্দি গ্রামে ইউপি নির্বাচনকে কেন্দ্র করে পাড়াতলী আওয়ামী লীগের দলীয় প্রার্থী ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। ওই সংঘর্ষের ঘটনায় দুজন নিহত হন এবং টেঁটাবিদ্ধ ও গুলিবিদ্ধ হয়ে আহত হন কমপক্ষে ৪০ জন। তাঁরা হলেন রায়পুরার পাড়াতলীর কাচারিকান্দি গ্রামের সাদির মিয়া (১৯) ও হিরণ মিয়া (৩৫)।
গত শনিবার রাতে রায়পুরা থানায় দুই পরিবারের পক্ষ থেকে দুটি মামলা করা হয়েছে। নিহত সাদির মিয়ার বড়বোন কমলা বেগম বাদী হয়ে ৪৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১০ থেকে ১২ জনকে আসামি করে মামলা করেন। অন্যদিকে হিরণ মিয়ার বড়ভাই মো. রহমত উল্লাহ বাদী হয়ে ৪৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৫০ থেকে ৬০ জনকে আসামি করে মামলা করেন।
রায়পুরা থানার থানার ওসি আজিজুর রহমান বলেন, আরও একজন মারা গেছেন। এ নিয়ে এই ঘটনায় তিনটি মামলা হয়েছে। মামলাগুলোর এজাহারে উল্লেখিত আসামিরা পলাতক রয়েছেন। তাঁদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।