মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর এলাকা থেকে ২৫টি ইয়াবাসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার কাজিপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলার সহড়াতলা গ্রামের সাবদার আলীর ছেলে হাসেম আলী (৪২), কাজিপুর মুন্সিপাড়ার শহিদুল ইসলামের ছেলে আবু সাইদ ওরফে রাসেল (২২), নওদাপাড়া গ্রামের মৃত জান মোহাম্মদের ছেলে বকুল হোসেন (৩৪) ও হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার মৃত খোরশেদ মিয়ার ছেলে আব্দুল আহাদ (৪৭)।
গাংনীর ভবানীপুর পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক জহির রায়হান জানান, আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা করা হয়েছে।