মৌলভীবাজার প্রতিনিধি
বিশাল প্লট, পানি, বিদ্যুৎ ও গ্যাস থাকার পরও বিনিয়োগকারী নেই মৌলভীবাজার বিসিক শিল্প এলাকায়। দৃশ্যমান নেই যোগাযোগের জন্য মোবাইল ফোন নম্বরের কোনো সাইনবোর্ড বা ব্যানার। ব্যবসায়ীরা জানান, প্লটের মূল্যবৃদ্ধি, প্রচারণা, নিরাপত্তা ও প্রশাসনিক কর্মকর্তার অভাবে চলছে এই অবস্থা।
বিসিকের উপব্যবস্থাপক মো. বেল্লাল হোসেন ভূঁইয়া আজকের পত্রিকাকে জানান, প্রথম ধাপে আগ্রহীদের কাছ থেকে আবেদন চাওয়া হলে মাত্র তিনজন উদ্যোক্তা সাড়া দেন। পরে তাঁরা তাঁদের প্লট বাতিল করেন। ওপর মহল থেকে যেভাবে নির্দেশনা আসছে, সেভাবেই প্রচার চালানো হচ্ছে। প্লট তৈরিতে খরচ বেশি হওয়ায় প্লটের দাম বেশি।
মো. বেল্লাল হোসেন ভূঁইয়া আরও জানান, এখানে বিনিয়োগকারীদের জন্য প্লট কেনার ভালো সুযোগ আছে। সম্প্রতি একটি প্রতিষ্ঠান ৪০টি প্লট নিতে চেয়ে আবেদন করেছে বলেও জানান এই কর্মকর্তা।
জানা গেছে, বিনিয়োগকারীদের জন্য জেলার শ্রীমঙ্গল উপজেলার উত্তরসুর এলাকায় শিল্প নগরীটি গড়ে তোলা হয় ২০১২ সালের জুলাই মাসে। এতে ১২২টি প্লট গড়ে তুলতে প্রায় ৫০ কোটি টাকা ব্যয় হয়। ২০১২ সালের জুলাই মাসে ২০ একর জমির ওপর এটি প্রতিষ্ঠা করা হয়। কিন্তু ২০১৯ সালে প্রাথমিকভাবে মাত্র তিনটি প্লট তিন উদ্যোক্তা নেন, পরে তাঁরা বরাদ্দ বাতিলের আবেদন করে টাকা জমা দেননি। যা দিয়েছিলেন তা ফেরত নেন।
সরেজমিনে দেখা গেছে, পুরো এলাকায় সাতজন জনবল থাকার কথা থাকলেও মাত্র একজন প্রহরী। বিসিকের দুটি ভবনে একজন প্রহরী ছাড়া কোনো জনবল নেই। যোগাযোগ বা মোবাইল ফোন নম্বরের জন্য কোনো সাইনবোর্ড বা ব্যানার নেই। তালাবদ্ধ সুউচ্চ সীমানাপ্রাচীরের ভেতরে জঙ্গলে ভরে গেছে।
প্রহরী বিশ্বজিৎ সরকার জানান, ‘একা একা কী কাজ করা যায়। কয় দিন আগেও এখানে চুরি হয়েছে।’ ব্যবসায়ী আবুল কালাম জানান, ‘বিসিকে কোনো পরিবেশ নেই, উল্টো জমির (প্লটের) দাম তিন গুণ।’
জেলা প্রশাসক মীর নাহিদ আহসান জানান, এখানে সব ধরনের সুযোগ-সুবিধা থাকার পরেও বিনিয়োগকারীরা কেন আকৃষ্ট হচ্ছেন না, তা সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে দেখা হবে। এখানে বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে সব ধরনের সুযোগ-সুবিধা নিশ্চিতে আরও ভালো পরিকল্পনা নেওয়া হবে।