নরসিংদীর রায়পুরায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনের আচরণবিধি লঙ্ঘনের দায়ে প্রার্থীসহ ১২ জনকে জরিমানা করা হয়েছে। গত বৃহস্পতিবার ও শুক্রবার দুই দিন সন্ধ্যায় উপজেলার মরজাল ও রাধানগর, মুছাপুর, উত্তর বাখরনগর এলাকায় এই অভিযান পরিচালনা করেন নির্বাহী হাকিম ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সাজ্জাত হোসেন।
গত শুক্রবার উত্তর বাখরনগর ইউপির চেয়ারম্যান প্রার্থী মো. হাবিবউল্লাহ হাবিবকে ১০ হাজার টাকা, একজন দোকানিকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। অন্যদিকে মুছাপুর ইউপিতে সদস্য প্রার্থী ধন মিয়া ও মো. জাহাঙ্গীর আলমকে ৫ হাজার এবং এক দোকানিকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
গত বৃহস্পতিবার মরজাল ইউপিতে আচরণবিধি লঙ্ঘনের দায়ে সদস্য প্রার্থী তারা মিয়া ও মানিক মিয়াকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া ওই ইউপিতে দুই দোকানিকে চার হাজার টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে রাধানগর ইউপিতে মোহাম্মদ আলী ও খোকন মিয়া নামের দুই সদস্য প্রার্থীকে পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়। একই এলাকায় আরও এক দোকানিকে দুই হাজার টাকা জরিমানা করা হয়।