Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

নারী-পুরুষের সমান অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার

আজকের পত্রিকা ডেস্ক

নারী-পুরুষের সমান অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার

নারী-পুরুষের সমান অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে কিশোরগঞ্জ, নরসিংদী ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন উপজেলায় পালিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বিভিন্ন উপজেলায় প্রশাসনের পক্ষ থেকে সভা, শোভাযাত্রাসহ নানারকম কর্মসূচি নেওয়া হয়। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর-

পাকুন্দিয়া: কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে শোভাযাত্রা, আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়। গতকাল মঙ্গলবার সকাল সোয়া ১১টার দিকে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রা বের হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোজলিন শহীদ চৌধুরী সভাপতিত্ব করেন। এতে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম রেনু। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা স্বপন কুমার দত্ত।

তাড়াইল: কিশোরগঞ্জের তাড়াইলে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে তাড়াইল উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় কর্তৃক উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা লুবনা শারমীনের সভাপতিত্ব করেন।

রায়পুরা: নরসিংদীর রায়পুরায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা হয়েছে।

গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ মাঠে শোভাযাত্রা শুরু হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা হয়েছে। আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজগর হোসেনের সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবদুস ছাদেক, উপজেলা মহিলা কর্মকর্তা মোছা ফাতেমা আক্তার প্রমুখ।

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে গতকাল মঙ্গলবার সকালে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার উদ্যোগে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা হয়। পরে পৌরসভার হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র মিসেস নায়ার কবির। ব্রাহ্মণবাড়িয়া পৌর সভার প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল কুদ্দূস সভায় সভাপতিত্ব করেন।

নাসিরনগর: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে গত মঙ্গলবার উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের উদ্যোগে নানা কর্মসূচি নেওয়া হয়। প্রথমে শোভাযাত্রা হয়। শোভাযাত্রা শেষে উপজেলা মহিলা বিষয়ক কার্যালয় মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. মেহেদী হাসান খান শাওনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ