আগৈলঝাড়ায় মোটরসাইকেল ও ভ্যানের সংঘর্ষে ৪ জন আহত হয়েছেন। তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, গতকাল শুক্রবার সকালে উপজেলার আগৈলঝাড়া-বাশাইল সড়কে মোটরসাইকেল ও ভ্যানের সংঘর্ষে বাকাল গ্রামের মৃত দীন বন্ধু মিস্ত্রির ছেলে হরেন মিস্ত্রি (৭৫), বাশাইল গ্রামের অনিল চন্দ্র বিশ্বাসের ছেলে অখিল বিশ্বাস (৩৪), পতিহার গ্রামের বাবুল দত্তের ছেলে সুব্রত দত্ত (২৪) ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব) জাকির হোসেন (৪৫) আহত হন। এ সময় স্থানীয় বাসিন্দারা তাদের উদ্ধার করে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক হাফিজুর রহমান দিপু জানান, সড়ক দুর্ঘটনায় আহত ৪ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দিয়ে ভর্তি করা হয়।